বিধিঃ তান্ত্রিক বিধি মেনে চলতে হবে এবং বাজার থেকে নতুন মাটির পাতিল ঢাকনাসহ কিনে আনতে হবে। এবার সেটি সামনে রেখে সূরা ইয়াসীন সম্পূর্ণ পাঠ করবে এবং প্রত্যেক মুবীন পর্যন্ত পড়ে ঢাকনা উঠিয়ে পাতিলের ভেতর ফু দিবে। আর ফু দেওয়ার সময় মনে মনে অবৈধ প্রনয়কারীদ্বয়ের নাম উচ্চারন করবে। তারপর যে কোন কৌশলে পতিলটি অবৈধ প্রনয়কারীদের মাঝখানে নিয়ে হঠাৎ ভেঙ্গে ফেলবে। এতে করে দুজনার মাঝে এমন শত্রুতা সৃষ্টি হবে যে, কেউ আর কারও মুখ দেখবে না।।