মন্ত্রঃ “ওঁ হ্রীং মহিষ মর্দিনী লহ লহ হন হন কঠ কঠ স্তম্ভয় স্তম্ভয় অগ্নিং জড়ীভূতং কুরু কুরু স্বাহা হ্রীং।।”
বিধিঃ পূর্বোক্ত বিধিতে মহিষ মর্দিনীর পূজাদি সমাপ্ত করে উপরোক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। তারপর উক্ত সিদ্ধ মন্ত্র ১০৮ বার বলে গায়ে ১০৮ টি ফুঁ দিয়ে অগ্নি মধ্যে প্রবেশ করলেও দেহ দগ্ধ হয় না।।